গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তি হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৪৮)। তিনি আমবাগ এলাকায় গাজীপুর ফিড মিলের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আমবাগ আতাউর মার্কেট এলাকায় মাসুদ রানার ৫তলা ভবনের ৪তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো রফিকুল ইসলাম। রোববার সকালে গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন মোবাইলে ফোন করলে রফিকুল ইসলাম ফোন রিসিভ করেনি। পরে তার অফিসের লোকজন ও পরিচিত ব্যক্তিদের কল করে বিষয়টি জানায়। পরে তারা রফিকুল ইসলামের ভাড়া বাসায় গিয়ে তার ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় তালা ভেঙে ভেতরে ঢুকে ফ্ল্যাটের ভেতর রফিকুল ইসলামের লাশ পড়ে থাকতে দেখে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দিয়ে বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও বালিশচাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএস/জেএইচ