ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, মেয়ে-জামাইসহ ৪ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১০, সেপ্টেম্বর ৮, ২০২৫
বৃদ্ধ মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, মেয়ে-জামাইসহ ৪ জনের নামে মামলা

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ফাতেমা বেগম নামে এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়ে হত্যা করে পালিয়েছে তার মেয়ে-জামাই-নাতি-নাতনিরা।

নিহত ফাতেমা বেগম কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালী গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কাকশিয়ালি গ্রামে ফাতেমা বেগমকে মারপিটের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফাতেমা বেগমকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বোন সেলিনা বেগম। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) ফাতেমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এদিকে, এ ঘটনায় নিহতের বোন সেলিনা বেগম বাদী হয়ে রাতেই ফাতেমা বেগমের মেয়ে, জামাতা, নাতিসহ ৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং ৪।

জানা গেছে, ফাতেমা বেগমের সঙ্গে তার মেয়ে খালেদা বেগমের পারিবারিক কলহ চলে আসছিল। রোববার খালেদা, তার স্বামী আফজাল, মেয়ে সাজোদা, সুমাইয়া এবং ছেলে আব্দুল্লাহকে নিয়ে মায়ের বাড়িতে আসেন। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ফাতেমা বেগমকে লাঠি দিয়ে তার মেয়ে-জামাতা ও নাতি-নাতনিরা পিটাতে পিটাতে রাস্তার ধারে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ফাতেমা বেগমকে তার বোন সেলিনা বেগম উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ