ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ভোলায় নারীকে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার ৫

সিনিয়র ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, সেপ্টেম্বর ৮, ২০২৫
ভোলায় নারীকে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার ৫ গ্রেপ্তারকৃতরা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডে শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টায় পরকীয়ার অভিযোগে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়।  

এ ঘটনায় বোরহানউদ্দিন থানার একাধিক টিম ব্যাপক অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কবির হোসেন (৪৮), মো. রশিদ ওরফে মিঠাই রশিদ (৫৮), মো. মেহেদী হাসান (২১), মো. ইসমাইল (২৫) ও মো. সিরাজ ওরফে মিরাজ (২৮)।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, ওইদিন সকালে স্থানীয়রা ওই নারীর চুল কেটে তাকে গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে অপমান করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

ঘটনার পরপরই ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিন থানার একাধিক অভিযানিক দল মাঠে নামে। অভিযানে এজাহারভুক্ত পাঁচ আসামিকে উত্তর বাটামারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ