আট বছর পর জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হলো ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. পয়গাম আলী।
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সভাপতি পদে একক প্রার্থী হওয়ায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মির্জা ফয়সল আমিন। তিনি এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত প্রতিযোগিতা মূলত জমে ওঠে দুইজনের মধ্যে। মো. পয়গাম আলী পান ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহসভাপতি আল মামুন পান ২৯১ ভোট। অপর প্রার্থী সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পান ১৬৬ ভোট। তবে পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ ভোটের ৯ ঘণ্টা আগে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটি থেকে মোট ৮০৮ জন কাউন্সিলর এ নির্বাচনে ভোট দেন। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্তরা।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ২৪ মে শহরের পাবলিক ক্লাব মাঠে। তখন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান। আর সাধারণ সম্পাদক হন মির্জা ফয়সল আমিন, যিনি এবার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মাঠজুড়ে দিনভর ছিল স্লোগান ও ঢাক-ঢোলের উৎসবমুখর পরিবেশ।
আরএ