ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

কয়েলের আগুনে পুড়ল ৩০ গবাদি পশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, জুলাই ১৭, ২০২৫
কয়েলের আগুনে পুড়ল ৩০ গবাদি পশু পুড়ে যাওয়া গোয়াল ঘর ও গবাদি পশু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে গোয়াল ঘরে কয়েল থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ৩০টি গবাদিপশু ও হাঁস-মুরগি।  

ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দুই সহোদরের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


 
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে এই আগুনের ঘটনা ঘটে।  

গ্রামের বাসিন্দা মৃত আব্দুল বারিকের দুই ছেলে আব্দুল কদ্দুছ ও কদর আলী দীর্ঘদিন ধরে একটি গোয়ালঘরে পার্টিশন করে গবাদিপশু পালন করতেন।
 
স্থানীয়রা জানান, রাতে গোয়ালে মশা তাড়াতে কয়েল জ্বালানো হয়েছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে গরু-ছাগলের ঘরে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও অল্প সময়ের ব্যবধানে পুরো ঘর ছাই হয়ে যায়।
 
ক্ষতিগ্রস্ত কদ্দুছের পাঁচটি বড় গরু, তিনটি ছাগল, ছয়টি হাঁস পুড়ে যায়। তার ভাই কদর আলীর ছয়টি গরু, সাতটি ছাগল, তিনটি হাঁস ও আটটি মুরগিও মারা গেছে।
 
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ঘটনাটি জানার পরই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।