ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

সারাদেশ

বাকেরগঞ্জে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, জুলাই ১৫, ২০২৫
বাকেরগঞ্জে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দিনদুপুরে নিজ ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে হাজী আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোলদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সত্তার হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আব্দুস সত্তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে কে বা কারা তার ঘরের দরজার কড়া নাড়ে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মুখে দাঁড়িওয়ালা এক পাঞ্জাবি পরিহিত ব্যক্তি ছুরি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, সব কিছু এত দ্রুত ঘটেছে যে আমরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারী পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাইপো লিটন হাওলাদার জানান, তার চাচার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল বলে তিনি জানেন না। কে বা কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহিদ হাসান বলেন, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, কে বা কারা ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু হয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।