ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

শ্রীপুরে পিকআপভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভায়রার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, জুলাই ১৪, ২০২৫
শ্রীপুরে পিকআপভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভায়রার সড়কে পড়ে আছে নিহত দুইজনের লাশ।

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা এলাকায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

নিহতরা দুইজন সম্পর্কে ভায়রা।

সোমবার (১৪ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার সিমলাপাড়া এলাকার হারুন অর রশিদ (৪০) ও একই এলাকার জাকির হোসেন (৪৫)। নিহতরা দুইজন সম্পর্কে ভায়রা হন।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটে যাচ্ছিলেন হারুন অর রশিদ ও জাকির হোসেন। একপর্যায়ে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা দুজন গুরুতর আহত হন। পরে তাদের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে মোটরসাইকেলচালক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ সময় উন্নত চিকিৎসার জন্য জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা নেওয়ার পথে জাকির হোসেন মারা যায়।  

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে হারুন অর রশিদকে চিকিৎসকৃত ঘোষণা করে এবং জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।