ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় ট্রাকের ৪ আরোহী আহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, জুলাই ১৪, ২০২৫
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় ট্রাকের ৪ আরোহী আহত 

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের ট্রেনের ধাক্কায় পণ্যবোঝাই ট্রাক দুমড়ে মুচড়ে গেছে। এতে ট্রাকটির চালক হেলপারসহ ৪ জন আহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়া কাটা এলাকায় এ ঘটনা ঘটে।  

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল, ট্রাকটি পেকুয়া থেকে চকরিয়ার দিকে আসছিল। এ সময় দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।  

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।  

ওসি বলেন, আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, পণ্যের সঙ্গে আসা আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কি কারণে দুর্ঘটনা রেল কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে বলেও তিনি জানান।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।