ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

শিবচরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর নদীতে মিলল যুবকের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, জুলাই ১৩, ২০২৫
শিবচরে নিখোঁজ হওয়ার ১০ দিন পর নদীতে মিলল যুবকের লাশ ময়নাকাটা নদীতে মিলল লাশ, উদ্ধারে পুলিশ

মাদারীপুর জেলার শিবচরের ময়নাকাটা নদী থেকে এনায়েত শেখ (৩৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাত ১২টার দিকে পৌরসভার ঠেঙ্গামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত এনায়েত শিবচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলগোড়া এলাকার ফকু শেখের ছেলে। তিনি ১০ দিন আগে নিখোঁজ হয়েছিলেন।  

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে নদীর ধারে দুর্গন্ধ টের পান এলাকাবাসী। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে কচুরিপানার মধ্যে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে রাত ১২টার দিকে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।  

এর আগে গত ২ জুলাই রাত ১০টার দিকে পরিবারের কাউকে কিছু না জানিয়েই ঘর থেকে বের হয়ে যান এনায়েত। এরপর আর বাড়ি না ফিরলে পরিবার তার খোঁজ শুরু করে। একপর্যায়ে ৫ জুলাই এনায়েতের বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী বিষয়টি নিশ্চয় করে জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।