ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

সারাদেশ

সিকৃবিতে ‘শহীদ মুগ্ধ’ কর্নার উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, জুলাই ১২, ২০২৫
সিকৃবিতে ‘শহীদ মুগ্ধ’ কর্নার উদ্বোধন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘মুগ্ধ কর্নার’ উদ্বোধন

সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মুগ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্নারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, ‘পানি লাগবে পানি’ একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক। এটি ছিল এক শপথ। ন্যায্য অধিকার আর সম্মানের পক্ষে দাঁড়ানোর এক সাহসী উচ্চারণ।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে স্থাপিত মুগ্ধ কর্নার (পানির পাম্প) থেকে আর্সেনিক ও আয়রনমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম আরও বলেন, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন সময়ের এক প্রতিবাদী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ছিল কেবল একটি রাজনৈতিক ঘটনার অংশ নয়, বরং দেশের তরুণ সমাজের সাহসিকতার প্রতীক। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার স্মরণে নির্মিত এ কর্নার কেবল বিশুদ্ধ পানির একটি উৎস নয়, এটি হবে আমাদের শিক্ষার্থীদের জন্য নৈতিকতা, গণতন্ত্র ও মানবিক চেতনার এক প্রেরণাস্থল। এ কর্নার শুধু মুগ্ধর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো নয়, এটি আমাদের সবার জন্য একটি বার্তা বহন করে-মানবিকতা, মূল্যবোধ এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার। আমরা আশা করি, ভবিষ্যতের শিক্ষার্থীরা এখান থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে এবং নিজেদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও সাহসিকতা গড়ে তুলবে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিতি ছিলেন।

শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন ২০২৪ সালে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত অন্যতম সাহসী তরুণ।

২০২৪ এর গণঅভ্যুত্থানে ২০০০ জন প্রাণ দিয়েছেন এবং ১৪০০ এর বেশি মানুষ আহত হন। মুগ্ধর মৃত্যু এ আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ ও আলোচিত ঘটনা।

২০২৪ সালের ১৮ জুলাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হওয়ার পর তার বন্ধু জাকিরুল ইসলাম তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনইউ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।