ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়িতে ৮ বছরে সর্বনিম্ন পাসের হার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, জুলাই ১১, ২০২৫
খাগড়াছড়িতে ৮ বছরে সর্বনিম্ন পাসের হার

এ বছর এসএসসি পরীক্ষায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাসের হার ৬০.০৮ শতাংশ, যা বিগত বছরগুলোর মধ্যে সর্বনিম্ন। তবে এবার সর্বনিম্ন পাসের হারেও সর্বোচ্চ জিপিএ-৫ এসেছে ২৩১টি।

বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। এবার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৯৫৮জন। পাস করেছে ৫ হাজার ৯৮৩ জন।  

বিগত বছরগুলোর ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, সবশেষ ২০১৭ সালে জেলায় সর্বনিম্ন পাসের হার ছিল ৫০.৫২ শতাংশ। জিপিএ-৫ ছিল ৬৩টি। এরপর পাসের হার ঊর্ধ্বমুখী হতে থাকে। মাঝখানে ২০২১ সালে পাসের হার বেড়ে দাঁড়ায় ৮৪.১৯ শতাংশে। তবে এবার ৮ বছর পর সর্বনিম্ন পাসের হার দাঁড়ায় ৬০.০৮ শতাংশে।

আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।