ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

সারাদেশ

মাকে মারধর, গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, জুলাই ১০, ২০২৫
মাকে মারধর, গণপিটুনিতে যুবক নিহত প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট বগিপাড়া এলাকায় গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বাবু উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। এ  কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল ছিলেন। আর সে কারণে হালকা মারধরেই তার মৃত্যু হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান মোবাইল ফোনে জানান, নিহত বাবু সকালে তার মাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তার বাবাসহ কয়েকজন তাকে গণপিটুনি দেন। একপর্যায়ে বাবু ঘটনাস্থলেই মারা যান।  

তিনি আরও জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবনের ফলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বাবুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হবে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।