রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরের হাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০-৬০ জন গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে রংপুর সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা জব্বারের দোকান সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের লাশ উদ্ধার করেন।
এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি পুকুরে পড়ে আছে।
পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত সবাইকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআরএস