মাগুরা: বৃহস্পতিবার (১০ জুলাই) মাগুরায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই দলে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, সারজিস আলম এবং নাহিদ ইসলাম।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে ব্যাপক তৎপর মাগুরা জেলা নাগরিক পার্টি। প্রতিদিন গোটা শহর প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠছে।
দলসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভায়না মোড় থেকে পদযাত্রা শুরু হবে। এটি চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোড, সেখান থেকে ভায়না মোড়ে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হবে। এখানে হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
ইঞ্জিনিয়ার সেলিম বলেন, ১০ জুলাই এনসিপির সকল কেন্দ্রীয় নেতা মাগুরার পদযাত্রায় অংশ নেবেন। নেতাদের বুধবার (৯ জুলাই) সন্ধ্যার মধ্যে মাগুরায় পৌঁছানোর কথা রয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে ভায়নার মোড় থেকে জেলার সকল নেতাকর্মীর সাথে পদযাত্রায় অংশ নেবেন হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাহিদ ইসলামরা। মাগুরার কর্মসূচি শেষে নড়াইলের উদ্দেশ্যে মাগুরা যাত্রা করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
এসএইচ