ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

সারাদেশ

আশাশুনিতে মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, জুলাই ৭, ২০২৫
আশাশুনিতে মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন!

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরে মরিচ্চাপ নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যদিয়ে দিনানিপাত করছেন আশাশুনি বাজার এবং তার আশেপাশের শত শত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, মরিচ্চাপ নদীর বেড়িবাঁধ ভাঙনে এর আগে বাজারের অসংখ্য দোকান, পুরাতন হাসপাতাল, অফিস ও শত শত বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী খনন শুরু হলে বাজার রক্ষা ও এলাকার শত শত মানুষের বসতি রক্ষায় স্থানীয়রা সিএস ম্যাপ অনুযায়ী নদী খননের দাবিতে মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সভা, স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। কিন্তু তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাবের কারণে জনদাবি বাস্তবায়ন হয়নি।

স্থানীয় আজিজুর রহমান বলেন, সিএস ম্যাপ অনুযায়ী নদী খনন হলে বাজারটি টিকে থাকতো। কিন্তু খননের সময় দূরবর্তী স্থানে গিয়ে গড়ে তোলা দোকান পাট, অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুনরায় ভাঙনের কবলে পড়েছে। বাজার ও জনবসতি রক্ষার জন্য দ্রুততম সময়ে ব্লক ফেলে টেকসই বাঁধ নির্মাণ করা না হলে বাজার, উপজেলা পরিষদ, থানা, স্কুল, দোকান পাট ও স্থানীয়দের বসতঘর নদী গর্ভে বিলীন হতে পারে।

এদিকে, সোমবার আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।