ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

সারাদেশ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, জুলাই ৭, ২০২৫
বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি গ্রেপ্তার জোবায়ের

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নূর আলম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  

সোমবার (০৭ জুলাই) সকালে উপজেলার বড় দেশমা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারতারকৃত আসামি হলেন- বগুড়া শাজাহানপুর উপজেলার বড় দেশমা গ্রামের মো. জোবায়ের (৩০)।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট রাত ৮টার দিকে জামহাটা গ্রামের একটি পাকা সড়কে কুন্দদেশমা গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে নূর আলমকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, জোবায়ের নিজ বাড়িতে অবস্থান করছেন। এরপর আজ ভোররাতে র‍্যাবের একটি দল দেশমা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি পুরোনো বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। জোবায়েরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।