ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

সারাদেশ

দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় ত্রাণবাহী নৌযান হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৬, জুলাই ৭, ২০২৫
দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় ত্রাণবাহী নৌযান হস্তান্তর

খাগড়াছড়ি: দুর্যোগকালীন পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার জন্য খাগড়াছড়ি ফায়ার সার্ভিসকে ত্রাণবাহী নৌযান হস্তান্তর করা হয়েছে।

রোববার (০৬ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের মংস্য হ্যাচারিতে নৌযানটি হস্তান্তর করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জাকের হোসেন নৌযানটি গ্রহণ করেন।

এ সময় খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন্ও) সুজন চন্দ্র রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন বলেন, খাগড়াছড়িতে বিভিন্ন সময় বন্যা হয়। বন্যাসহ বিভিন্ন সময় প্রাণহানিও ঘটে। তাই আগাম প্রস্তুতি হিসেবে ফায়ার সার্ভিসকে নৌযান দেওয়া হয়েছে।

এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।