জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (০৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের হারুনুর রশিদের ছেলে আবির হোসেন ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার।
স্থানীয়রা জানায়, ওই দুই শিশু গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করছিল। এর এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে তারা ডুবে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।
তিনি জানান, পানিতে পড়ে মারা যাওয়া দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। শেষ পর্যন্ত যদি কোনো অভিযোগ না পাই, সে ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
আরআইএস