যশোর: দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চলতি মৌসুমে অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেছের, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে।
শনিবার (৫ জুলাই) যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের দশ জেলার খাদ্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা এ কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। খুলনা বিভাগের দশ জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হয়েছে।
ইতিমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
চালের বাজারে মূল্য কমছে না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি খাদ্য মজুদের এই স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে খুব শিগগিরই চালের বাজারও সহনীয় হয়ে উঠবে। তবে কোথাও যদি কোনো সিন্ডিকেট থাকে, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা ভেঙে দেবে।
তবে আলী ইমাম মজুমদার সতর্ক করে বলেন, এমনভাবে দাম কমানো যাবে না, যাতে কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন।
দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে সংগ্রহ প্রক্রিয়ায় কিছু সমন্বয়হীনতা দেখা দিয়েছে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ভবিষ্যতে এর কার্যকর সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন- খাদ্য বিভাগের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক (ডিসি) আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলাম, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, যশোর জেলা উপ-পরিচালক মোশাররফ হোসেন এবং খুলনা বিভাগের দশ জেলার ডিসি ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা।
এসআরএস