নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ চায় সরাসরি ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে। তারা কোনো সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচন চায় না, চায় ফেয়ার নির্বাচন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অতএব, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন দিতে হবে। রাষ্ট্র সংস্কারের অজুহাতে জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ করা চলবে না।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিপরুল ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. শাহজাহান আলী।
দুলু বলেন, ২০০৮ সালের কারচুপি ও জালিয়াতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে টানা ১৬ বছর অবৈধভাবে দেশ শাসন করছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা, লাখ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার করা হয়েছে। এসব অন্যায়ের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ১/১১-এর কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, ওই সময়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছিল। এমনকি তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। সেই কারণেই তিনি আজও বিদেশে অবস্থান করছেন। গণতন্ত্র ফিরলে তিনি দেশে ফিরে আসবেন এবং বিজয়ী হয়ে আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
দুলু বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ শুধু মাঠেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের সব ষড়যন্ত্র সম্পর্কে মানুষকে সজাগ থাকতে হবে। গত ১৬ বছরে তারা যে দুঃশাসন চালিয়েছে, তা জাতিকে ভুলে গেলে চলবে না।
জনসমাবেশে আরও বক্তব্য দেন-জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক এমপি সুফিয়া হক, সাধারণ সম্পাদক রুপালী বেগম, জেলা বিএনপির সদস্য ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব হাসান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ অনেকে।
এসআই