সিলেট: জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ইউ,কে বিএনপির সভাপতি এম এ মালিক।
শুক্রবার (৪ জুলাই) বাদ জুমার নামাজের পর সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ‘হাছনা মাহতাব কমিউনিটি ক্লিনিক’র উদ্বোধন করেন তিনি।
এ সময় এম এ মালিক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবিদুর রহমান আবিদের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি জানান আবিদের সাথে আল-জাজিরা ও বিবিসি আন্তর্জাতিক মিডিয়ার খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম অন্যান্য নেতারা।
এনইউ/এএটি