ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

সারাদেশ

চুয়াডাঙ্গায় বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৪, জুলাই ৪, ২০২৫
চুয়াডাঙ্গায় বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনের অদূরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী রেলস্টেশন থেকে ১শ গজ দূরে, দর্শনার দিকের মেইন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রেনটি জীবননগরের উথলী স্টেশনে ক্রসিং শেষ করে মেইন লাইনে উঠতে গেলে শেষের একটি বগি (বিশ্রামঘর) লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।  

উথলী রেলস্টেশনের মাস্টার মিন্টু রায় জানান, পাকশী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।