কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং এলাকার মোহাম্মদ ফারুক ও নোয়াখালীর সুধারাম এলাকার শেখ এনাম। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে গয়ালমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের কিছু অংশ খাদে ডুবে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে উদ্ধারকাজে অংশ নেয় চিরিংগা হাইওয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা পুলিশ। রাত আড়াইটার দিকে বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। এ সময় এক যাত্রীর লাশ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায়। আরেক যাত্রীর লাশ ছিল বাসটির নিচে চাপা পড়া অবস্থায়। বাসটিতে চালক ও সহকারীসহ ৪০ জন ছিলেন বলে যাত্রীরা জানিয়েছেন।
বাসের যাত্রী কাজী সোহেল বলেন, তিনি মাতারবাড়ী কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রে চাকরি করেন। চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত টিকিট কেটেছিলেন। বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে ছিল। তাই বাসের ধীরগতির কারণে যাত্রীদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। তবে চুনতি পার হওয়ার পর হঠাৎ দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।
চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, লাশ দুটি হাইওয়ে থানায় রয়েছে। বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।
আরবি