পাবনায় দুই শিশুকে ধর্ষণ মামলায় রনি (৪০) নামে এজহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
শুক্রবার (৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা র্যাব-১২, সিপিসি-০২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি জানান, গত ১ জুলাই বিকেলে জেলার সাঁথিয়া থানাধীন কাশিনাথপুর এলাকায় স্থানীয় এক মুদির দোকানে খাবার কিনতে যায় দুই ও পাঁচ বছর বয়সী দুই শিশু। এ সময় দোকানি রনি (৪০) শিশু দুটিকে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশেই নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। রনি একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
এ ঘটনায় ২ জুলাই শিশু দুটির পরিবারের অভিভাবক সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে গেলে অভিযুক্ত রনি আত্মগোপনে চলে যান। ৩ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে সাঁথিয়া থানাধীন দ্বাড়িয়াপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি রনিকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে তাকে সাঁথিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরএস