ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

সারাদেশ

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, জুলাই ৩, ২০২৫
দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া পাথর খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দিয়েছে খনি উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

 

দাবি মেনে না নেওয়ায় এ দিন সন্ধ্যা পর্যন্ত কাজে ফেরেননি শ্রমিকরা।

এর আগে খনিতে অস্থায়ীভাবে নিয়োগ হওয়া চারজনকে অব্যাহতি দেওয়ায় বুধবার (২ জুলাই) সকাল থেকে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

জিটিসি সূত্রে জানা যায়, মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) প্রতিদিন তিন শিফটে শ্রমিকদের মাধ্যমে পাথর উত্তোলন কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে করে প্রতিদিন সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন হয়।  

কিছুদিন ধরেই জিটিসির অধীনে নিয়োগ হওয়া অস্থায়ী শ্রমিকরা প্রোডাকশন প্রফিট বোনাসের দাবি জানিয়ে আসছে। ঈদের আগে এই বোনাস দেওয়ার দাবি জানালেও তা দেওয়া হয় ঈদের পর। এই সময়ের মধ্যে শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি করায় খনির ব্লাস্টার শফিকুল ইসলাম, লং ড্রিল অপারেটর রফিকুল ইসলাম, অপারেটর ওমর আলী এবং জুনিয়র হেলপার হাসান আলীকে অব্যাহতি দেওয়া হয়।  

এরই পরিপ্রেক্ষিতে ঘটনার প্রতিবাদ ও অব্যাহতি দেওয়া শ্রমিকদের পুনরায় স্বপদে বহালের দাবিতে শ্রমিকরা বুধবার থেকে পাথর উত্তোলনসহ সব কার্যক্রম বন্ধ করে দেয়।  

নোটিশে ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি জানায়, এই খনিতে কাজ করা সবাই অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত। অসন্তোষ সৃষ্টি করায় চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। বোনাস দেওয়ার পরও শ্রমিকদের আন্দোলনে যেন কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য খনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

এদিকে দাবি আদায় না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং শ্রমিক কল্যাণ সমিতির নেতারা।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।