ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মানিকগঞ্জে ছেলের মৃত্যুর খবর শুনেই মায়ের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, অক্টোবর ১৯, ২০২৫
মানিকগঞ্জে ছেলের মৃত্যুর খবর শুনেই মায়ের মৃত্যু  আব্দুল আওয়াল

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আব্দুল আওয়াল মিয়া (৪১) নামে এক ব্যক্তি। তার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে তার মা রাহেলা বেগমের।

রোববার (১৯ অক্টোবর) সকালে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়ায় এ ঘটনা ঘটে।  

আব্দুল আওয়াল স্থানীয় বাজারে ওষুধের দোকান করতেন। চার ভাইয়ের মধ্যে আব্দুল আওয়াল ছিলেন সবার ছোট।

জানা যায়, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়ার মৃত আনছার আলীর ছেলে আব্দুল আওয়াল (৪১) কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে মারা যান তিনি।  

রোববার সকালে ছোট ছেলে আব্দুল আওয়ালের মরদেহ বাড়ির আঙ্গিনায় পৌঁছার পর তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন মা রেহেলা বেগম (৬৯)। এর মিনিট পাঁচেকের মধ্যে মারা যান তিনি।  

আব্দুল আওয়ালের ভাই মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, আমার ছোট ভাই আওয়ালের মরদেহটি বাড়ির উঠানে আনলে মা জানতে পারেন যে সে মারা গেছে। এরপর কিছুক্ষণের মধ্যেই মা জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।