ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

সারাদেশ

শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় এক নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১২, জুলাই ৩, ২০২৫
শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় এক নারী নিহত প্রতীকী ছবি

ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী  (৪৫) নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে উপজেলার কুতুবপুর মুন্সীরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে এক্সপ্রেসওয়ের  ঢাকামুখী লেনে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ এসে গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, ভোরে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় কোনো গাড়ি চাপা দিলে তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।