ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

সারাদেশ

জাসদ কর্মীকে হত্যা, কুষ্টিয়ায় ছাত্রদল নেতাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, জুলাই ১, ২০২৫
জাসদ কর্মীকে হত্যা, কুষ্টিয়ায় ছাত্রদল নেতাসহ আটক ৩

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে জাসদকর্মী জমির উদ্দিন (৪৫) হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে আমলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি অনিক খানসহ তিনজনকে।  

সোমবার (৩০ জুন) বিকেলে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে এ হামলার ঘটনা ঘটে।

সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা যান জমির উদ্দিন। তিনি মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় আটক অন্যরা হলেন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে নাঈম আহম্মেদ (২৪) ও নিমাই চাঁদের ছেলে নাঈম (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে অনিক খান ছাত্রদলের কয়েকজনকে সাথে নিয়ে জাসদকর্মী জমির উদ্দিনের ওপর হামলা চালান। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, দেড় বছর পূর্বে জমির উদ্দিন হামলা চালিয়ে অনিকের হাত ভেঙে দিয়েছিলেন। তবে, জমির উদ্দিনের স্ত্রী জোৎস্না খাতুনের দাবি কোন এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিলেন জমির। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (০১ জুলাই) ভোররাতে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অনিক ও তার তিন সহযোগীকে আটক করে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, আমবাড়িয়া গ্রাম থেকে ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।