ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জুন ১৮, ২০২৫
ফরিদপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার সজিব আহমেদ

ফরিদপুর শহর ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত সংগঠন) সাবেক সাধারণ সম্পাদক সজিব আহমেদকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১৮ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টার দিকে জেলা শহরের শোভারামপুর সুইচগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার সজিব শহরের শোভারামপুর মহল্লার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শোভারামপুর এলাকার আক্কাছের গরুর ফার্মে ইয়াবা ট্যাবলেট সেবনের সময় সজিবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সজিব আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

২০২২ সালের ১৫ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে সজিবকে অব্যাহতি দেয় জেলা ছাত্রলীগ। ওই বছর ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজের পূর্ব পাশের সড়কে ছাত্রলীগ কর্মী সৌরভ মালোকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায়ও তিনি আসামি ছিলেন। এ মামলায় ২০২২ সালের ১২ অক্টোবর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।