ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘শক্তি’র বাগেরহাটে আঘাত হানার শঙ্কা নেই: আবহাওয়া অধিদপ্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, মে ২৪, ২০২৫
ঘূর্ণিঝড় ‘শক্তি’র বাগেরহাটে আঘাত হানার শঙ্কা নেই: আবহাওয়া অধিদপ্তর

বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘শক্তি’র বাগেরহাটে আঘাত হানার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের মোংলা কার্যালয়ের আবহাওয়াবিদ হারুন-অর-রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখনও ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি।

আমাদের এই অঞ্চলে এর আঘাত হানার কোনো শঙ্কা নেই। ফলে সমুদ্রবন্দরগুলো থেকে সব ধরনের সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, আপাতত বাগেরহাটসহ দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘শক্তি’র তেমন কোনো প্রভাব পড়বে না।  

এদিকে শনিবার (২৪ মে) সকালে বাগেরহাটের উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সকাল ১০টার পর থেকে বৃষ্টি থেমে যায়। বর্তমানে জেলায় গুমোট আবহাওয়া বিরাজ করছে এবং নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। দুপুর পর্যন্ত জেলাজুড়ে একই ধরনের আবহাওয়া লক্ষ্য করা গেছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।