ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

সারাদেশ

যশোরে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, মে ২৪, ২০২৫
যশোরে সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর দুই আরোহী।

শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ সড়কের চূড়ামনকাঠি ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল ফজলুল হক খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আটরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত হয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশীপুর গ্রামের ইমান উদ্দীনের ছেলে রিয়েল এবং তার ভগ্নিপতি একই এলাকার শামসুল হকের ছেলে মামুন (৩২)।

মামুন একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত। তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৬টার দিকে কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলে করে ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিলেন। অপরদিকে মামুন ও রিয়েল মোটরসাইকেলে যশোরে আসছিলেন। তারা যশোর-ঝিনাইদহ সড়কের ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন।  

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক পুলিশ সদস্য ফজলুল হককে মৃত ঘোষণা করেন।

বারোবাজার হায়ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আরএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।