ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহীদ-আহতদের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, মে ২৩, ২০২৫
‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহীদ-আহতদের পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র’ 

নরসিংদী: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই-আগস্টে শহীদ এবং আহত সবার পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র। ’ 

শুক্রবার (২৩ মে) দুপুরে গণঅভ্যুত্থানে শহীদ নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকার আরমানের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আজ যারা জুলাই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টাসহ বড় বড় পদ পাচ্ছেন, এমনকি রাজনৈতিক দল গড়ে তুলেছেন, তাদের উচিত শহীদদের পরিবারের আরও বেশি খোঁজখবর নেওয়া। যারা এতো এতো কাজের ফিরিস্তি তুলে ধরছেন। যাদের রক্তের ওপর এ অন্তর্বর্তী সরকার গঠিত, তাদের কাছে শহীদদের লিস্ট নেই কেন? যাদের রক্তের ওপর আজকের সরকার এবং আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। ’

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং তার ছেলেমেয়ের সর্বোচ্চ লেখাপড়ার দায়িত্ব নেওয়া হয়।

এসময় ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব মোখলেসুর রহমান মিথুন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রশিদসহ বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।