ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

সারাদেশ

না.গঞ্জ সিটি করপোরেশনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪০, মে ২১, ২০২৫
না.গঞ্জ সিটি করপোরেশনে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নিরব প্রকাশ রুবেল, জিসান, দেলোয়ার ও মো. পাপ্পু।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, নগর ভবনে হামলার ঘটনায় ছবি ও ভিডিও ফুটেজ দেখে আমরা আসামিদের শনাক্ত করছি। গতকাল রাতে অভিযান চালিয়ে একজনকে এবং আজকে তিনজনসহ মোট চারজনকে আমরা এ পর্যন্ত গ্রেপ্তার করেছি।

এর আগে গত ১২ মে শহরে অবাধে প্রবেশের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় অটোরিকশা চালকেরা। এ ঘটনায় সিটি করপোরেশনের কর্মকর্তাসহ অন্তত আটজন আহত হন।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।