ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে পুশইন করল বিএসএফ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, মে ১৫, ২০২৫
বড়লেখা সীমান্ত দিয়ে আরও ৪৪ জনকে পুশইন করল বিএসএফ সীমান্ত দিয়ে পুশইন করা হয়েছে তাদের। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ৪৪ জনকে পুশইন (ঠেলে পাঠাল) করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৪ মে) ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

স্থানীয়রা তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেয়।

তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত হয়েছে।

এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ ঠেলে পাঠালে ৭৪ জনকে বিজিবি আটক করে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি বড়লেখা ও কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।  

পরে পুলিশ তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। এরপর পুশইন ঠেকাতে মৌলভীবাজার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি।  

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন পুশইন করা ৪৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন নারী ও ১৩ শিশু। তারা কাজের জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানান।

সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। তারা আরও জানান, সীমান্তের ওপারে আরও মানুষকে আটক করে রেখেছে বিএসএফ। তাদেরও অবৈধভাবে পাঠানোর চেষ্টা করা হচ্ছে ।

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বুধবার বিকেলে বলেন, ভোরে আরও ৪৪ জনকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়েছে। তাদের আটক করা হয়েছে

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, আটক ৪৪ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিবিবি/আরএইচ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।