ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সোনাইমুড়ীতে যুবলীগ কর্মী খুন  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মে ১৩, ২০২৫
সোনাইমুড়ীতে যুবলীগ কর্মী খুন
 

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় মাটি বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে জাকির হোসেন (৪০) নামে এক যুবলীগ কর্মীকে হত্যা করা হয়েছে। তিনি ১৩ মামলার আসামি বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের কোটবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত জাকির হোসেন সোনাইমুড়ী উপজেলা ৮ নম্বর সোনাপুর ইউনিয়নের তিনতেড়ী এলাকার হাসানপুর গ্রামের দূর্গা পাটোয়ারী বাড়ির রফিক মিয়ার ছেলে। তিনি একই ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগের আমলে জাকির প্রভাবশালী যুবলীগ কর্মী ছিলেন। তার নামে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি তাবলিগে চলে যান। তাবলিগ শেষে মুখে দাঁড়ি রেখে কয়েক মাস আগে সবার কাছে ক্ষমা চেয়ে এলাকায় ঢোকেন। এরপর তিনি এলাকায় মাটির ব্যবসা শুরু করেন। জাকির প্রতি গাড়ি মাটি বিক্রি করতেন ১২০০ টাকায়। একই এলাকার ল্যাংড়া নজরুল, তুহিন, সাদ্দামসহ ১০-১২ জন প্রতি গাড়ি মাটি বিক্রি করেন ১৬০০ টাকায়।  

এর জের ধরে গত আট-১০ দিন আগে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বিরোধ তুমুল আকার ধারণ করে। এ নিয়ে গত দুদিন আগে জাকিরের মাটি কাটার ভেকু মেশিন পুড়িয়ে দেন দুর্বৃত্তরা। এরপর সোমবার দুপুরের দিকে মাটির দাম নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে তুলে নিয়ে যাওয়া হয় উপজেলার কোটবাড়িয়া এলাকায়। সেখানে তাকে পিটিয়ে হত্যা করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে সেখান থেকে পাঁচজন সিএনজি চালিত অটোরিকশায় করে তার মরদেহ পাশের বেগমগঞ্জ উপজেলার পালোয়ান পোল এলাকায় নিয়ে যান। পরে খালের পাড়ে মরদেহ ফেলে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।  

নিহতের স্ত্রী ফাতিমা বেগম হিরা অভিযোগ করে বলেন, বাবু নামে একজনকে স্থানীয়রা আটক করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, আমার স্বামী মারা গেছে।  
 
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় দুজনকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, জাকির একজন চিহ্নিত সন্ত্রাসী। তার নামে সোনাইমুড়ী থানায় ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ ১১টি মামলা রয়েছে। এছাড়া বেগমগঞ্জ থানায় ডাকাতি, ছিনতাইসহ কয়েকটি মামলা রয়েছে।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।