চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে আলমগীর হোসেন (৩২) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা মৃত শামসুল মণ্ডলের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, গত রোববার (১১ মে) দুপুরে জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশে বাড়ি থেকে বের হন আলমগীর। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে গ্রামের কয়েকজন কৃষক ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে সেখানে আলমগীরের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এটি স্বাভাবিক মৃত্যু, নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এসআরএস