ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

আদিতমারীতে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, মে ৭, ২০২৫
আদিতমারীতে বোরো ধান-চাল সংগ্রহ শুরু ফাইল ছবি

লালমনিরহাটের আদিতমারীতে বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ।  

বুধবার (৭ মে) আদিতমারী উপজেলা খাদ্যগুদাম কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক তমিজ উদ্দিন বাবুল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) রিয়াজুল হক, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মহসীন আলী এবং আদিতমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৭৭৩ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৩ হাজার ৪৩৭ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

সরকারি এই ধান-চাল সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ