ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী ও বরগুনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৯:৪২ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী ও বরগুনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু ফাইল ফটো

দেশের চার জেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুর ও বিকেলে বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী ও বরগুনার আমতলীতে এ ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে কৃষক ও গৃহবধূ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। বজ্রপাতের সময় তারা মাঠে কাজ করছিলেন ও দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন।

বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

ঢাকা: বরিশাল জেলার হিজলা উপজেলায় বজ্রপাতে ইয়ানুর বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

দুপুর দেড়টার দিকে হিজলার গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গৌরাব্দি ইউনিয়নের মান্দ্রার চর কুশুরিয়া গ্রামের হাবিব মাঝি স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দুপুরে ওই এলাকায় আকস্মিক বজ্রপাত হয়। এতে ইয়ানুর বেগম অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে শাহনাজ বেগম কনা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চরফলকন ইউনিয়নের ছেলামত উল্লাহ হাওলাদার বাড়ির ওমর ফারুক হাওলাদারের স্ত্রী।  

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল। এ সময় শাহনাজ বেগম ঘরের পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতের কবলে পড়েন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সকাল ১১টার দিকে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামে বজ্রপাতে নুরুল আমিন কালা (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।  

নুরুল আমিন কালা একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সল্যাঘটাইয়া গ্রামের নূর আহমেদের ছেলে।  

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যেই জালিয়াল গ্রামের দালাল বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন নুরুল আমিনসহ চার দিনমজুর। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই নুরুলের মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অক্ষত আছেন।

অপরদিকে সকাল ১০টার দিকে বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের আলগী গ্রামে বজ্রপাতে রিপন হাওলাদার (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রিপন ওই গ্রামের বশির হাওলাদারের ছেলে।

আমতলী থানার গাজীপুর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নিজ বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যান রিপন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এতথ্য নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
আরএ

বাংলাদেশ সময়: ৯:৪২ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।