ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন

খুলনা: জাতীয় গ্রিডে ত্রুটির কারণে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো)  আওতাধীন খুলনা, বরিশাল, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের ১৫ জেলার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়।

এর ফলে সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবে যায় এসব অঞ্চল। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎহীন হয়ে পড়ায় দুর্ভোগে পড়ে এ অঞ্চলের মানুষ। তবে, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হয়।

এ বিষয়ে ওজোপাডিকোর সদর দপ্তরের নির্বাহী পরিচালক (পরিচালন) মো. আব্দুল মজিদ বলেন, ঢাকার আমিন বাজার থেকে গোপালগঞ্জের মধ্যবর্তী কোনো একটি স্থানে ৪০০ কেভি লাইনের ত্রুটি দেখা দেয়। এতে প্রায় সোয়া এক ঘণ্টা খুলনা, বরিশাল, ফরিদপুরসহ ১৫ জেলায় বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে, রাত ৮টার দিকে খুলনা, বরিশালের অধিকাংশের বিভিন্ন স্থানে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।