ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
পাহাড়িকা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মৌলভীবাজার সদর উপজেলার বারইকোনা বড়হাট এলাকার মৃত যোগেশ চন্দ সরকারের ছেলে দিনেশ চন্দ্র সরকার (৭৫)।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১টার দিকে চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক লোক আহত হয়ে রেললাইনের পাশে মাটিতে পড়ে ছিলেন। পরে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার শারমীন আক্তার বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা লোকটিকে নিয়ে আসে৷ মাথায় ও বুকে আঘাত পাওয়ার কারণে লোকটি হাসপাতালে আনার আগেই মারা যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মওদুদ হাওলাদার জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মোবাইল ফোন থেকে আমরা তার পরিচয় নিশ্চিত করছি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
বিবিবি/জেএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।