ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই, রিকশাচালক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই, রিকশাচালক গ্রেপ্তার

রাজশাহী: রাজশাহীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে পাশের জেলা নওগাঁর মান্দা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই অটোরিকশাচালকের নাম মো. মাসুম (৩০)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ঠাকুরমান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে।

সোমবার গভীর রাতে গ্রেপ্তারের পর তাকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, ২০ এপ্রিল সকালে মহানগরীর ঘোড়ামারা এলাকার স্থানীয় ব্যবসায়ী বিপুল ঘোষ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামাণিকের মাধ্যমে নগদ ১৩ লাখ টাকা পাঠান। দিলীপ কুমার সকাল পৌনে ৯টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে হেলমেট পরিহিত দুইজন অজ্ঞাতপরিচয় মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতি রোধ করে। দুর্বৃত্তরা তার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর ধারালো চাকু দিয়ে আঘাত করে ওই ব্যক্তির কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ব্যাগ থেকে দুই লাখ ৫০ টাকা পড়ে যায়। ব্যাগে থাকা বাকি ১০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার পর মহানগরীর বোয়ালিয়া থানায় ছিনতাই মামলা হয়। মামলা দায়ের পরে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। মহানগরজুড়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং থানা ও টহল দলকে সতর্ক করা হয়।

এ ছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি এবং এর চালককে শনাক্ত করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই শরীফুল ইসলাম ও তার টিম সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অটোরিকশাচালক মাসুমকে তার নিজ বাড়ি মান্দা থেকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাই ওই ঘটনার পরপরই তিনি আত্মগোপনে চলে যান বলে জানিয়েছেন। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ছিনতাই হওয়া টাকা উদ্ধার এবং মূল ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।