ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

জন্মনিবন্ধন সংশোধন করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
জন্মনিবন্ধন সংশোধন করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন করতে গিয়ে উম্মে তাহমিনা আক্তার (১৯) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।  

তাহমিনা উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

তিনি স্নাতকে ভর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

তাহমিনার পারিবারিক সূত্রে জানা যায়, দেবিদ্বার থেকে এসএসসি পাস করার পর ঢাকার কালাচাঁদপুর সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিষয়ে ভর্তি হন তাহমিনা। সেখান থেকে গত বছর এইচএসসি পাস করেন তিনি। পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন তিনি। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছিলেন তিনি। গত শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে দেবিদ্বারে দাদার বাড়িতে আসেন তাহমিনা। কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজে আসন পড়ায় সরাসরি দেবিদ্বার থেকেই পরীক্ষা দেন তিনি। পরীক্ষা শেষে বাড়ি ফিরে যান তিনি। বিকেল ৩টার দিকে দাদার বাড়ির লোকজনের কাছে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সংশোধন করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। সর্বশেষ ২১ এপ্রিল বিকেলে দেবিদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন তার ভাই। তাদের ধারণা, তাহমিনাকে অপহরণ করা হয়েছে।

দেবিদ্বার থানার উপপরিদর্শক শুভ কুমার শীল বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।