ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে উত্তাল যশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিলে উত্তাল যশোর

যশোর: গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।  

শহরের নয়টি ওয়ার্ডে সোমবার (২১ এপ্রিল) একযোগে এই কর্মসূচি পালন করা হয়।

এতে যশোর যেন মিছিলের শহরে পরিণত হয়েছিল।  

বিকেল ও রাতে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। যশোর নগর বিএনপির আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা বলেন, যেখানেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিহত করা হবে। আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসীদের জায়গা যশোরে হবে না।

মিছিল শুরুর আগে ও পরে সংক্ষিপ্ত সমাবেশগুলোতে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। নতুন বাংলাদেশে সন্ত্রাসীদের আর সেই সুযোগ দেওয়া হবে না।  

কোনভাবেই সন্ত্রাসীরা যেন নতুন করে সংঘবদ্ধ হয়ে আবার জনগণের ক্ষতি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির মালিকের নেতৃত্বে রাতে জেনারেল হাসপাতাল মোড় থেকে, এক নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বারান্দিপাড়া শতদল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে, সাত নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শংকরপুর গোলপাতা মসজিদের সামনে থেকে, ছয় নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে চাঁচড়া ডালমিলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

অন্যান্য ওয়ার্ডেও অনুরূপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিটি কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলগুলোতে নেতাকর্মীরা ‘শহীদ জিয়ার বাংলায়, খুনি হাসিনার ঠাঁই নাই’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘জনগণের বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই’, ‘আওয়ামী লীগের আস্তানা, জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।