ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

সারাদেশ

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি-অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি-অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

চুয়াডাঙ্গা: মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নিয়ম বহির্ভূত সংরক্ষণ, মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার ভালাইপুর মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও নিয়ম বহির্ভূত সংরক্ষণ করায় মনিরুল হকের মনির ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মিথ্যা তথ্য দিয়ে ব্যবসা পরিচালনার করার জন্য আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান রোকেয়া ডেন্টাল কেয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 অভিযানে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয় এবং ব্যবসা প্রতিষ্ঠান দুটিকে একদিনের মধ্যে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ঔষধ পরিদর্শক তাহমিদ জামিল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ