'বাংলাদেশে আদর্শভিত্তিক বিপ্লব ছাড়া রাজনৈতিক সংকট থেকে উত্তরণ সম্ভব নয়' বলে মন্তব্য করেছেন প্রবীণ সাংবাদিক সাঈদ তারেক।
শনিবার (১৯ জুলাই ২০২৪) ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত “জুলাই অভ্যুত্থান ২০২৪ : প্রাপ্তি ও প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউরো ভিশন নিউজ ফ্রান্স-এর সম্পাদক এম এ মান্নান আজাদ। সঞ্চালনা করেন দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি ও ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-র সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন।
বক্তব্যে সাঈদ তারেক বলেন, '২০২৪ সালের জুলাইয়ে দেশের জনগণ যে অভ্যুত্থান ঘটিয়েছে, তা একটি পূর্ণাঙ্গ বিপ্লবের সূচনা মাত্র। বাংলাদেশকে মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে দাঁড় করাতে হলে আদর্শিক বিপ্লব জরুরি। ’
এদিকে আলোচনায় অংশ নিয়েছেন আন্তর্জাতিক ফারাক্কা বাঁধ বিরোধী আন্দোলনের নেতা এডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ফ্রান্স টোয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, সমাজকর্মী মনোয়ার হোসেন ও খালেদ মাহমুদ, সাংবাদিক তানভীর তোহা, জাফরুল হাসান, শাহ সুহেল, সালমান, শহিদুল ইসলাম, অনুক্ত কামরুল, ওয়াদুদ তানভীর, কবি আব্দুল কুদ্দুস হাসান, ইয়াসির খোকন, মামুন মাহিন, মোহাম্মদ আরাফাতসহ অনেকে।
আলোচকরা বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং ১৯৭৫-এর মতো ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানও জাতিসত্তার ধারাবাহিক রাজনৈতিক অভ্যুদয়ের অংশ। একাত্তরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনেই বাংলাদেশ বাস্তবিক অর্থে আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপ নিতে শুরু করেছিল। তাদের মতে, ২০২৪ সালের পরিবর্তনের ভিত সেই ধারাবাহিকতারই সম্প্রসারণ।
এমএম