ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

প্রবাসে বাংলাদেশ

ইউরোপিয়ান প্রবাসী সাংবাদিকদের নতুন কমিটির অভিষেক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, জুলাই ২২, ২০২৫
ইউরোপিয়ান প্রবাসী সাংবাদিকদের নতুন কমিটির অভিষেক ইবিজএর নতুন কমিটির অভিষেক।

জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, ইতালিসহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৬ দেশে বাংলাদেশের বিভিন্ন চ্যানেল, পত্রিকার প্রতিনিধিদের সংগঠন ‍‌‘ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইবিজএ) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (১৯ এপ্রিল) ইতালির পর্যটন শহর ভিসেন্সাতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইবিজএর সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান হেলাল। এ সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ও মিসেস লিমা আফরোজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ভয়েস বাংলা সম্পাদক মোস্তফা ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র সিলভিউ পারিসে।

সিলভিউ পারিসে তার বক্তব্যে বাংলা সংবাদমাধ্যমের সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের কমিউনিটির সমস্যা তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানে ইবিজেএর নতুন কমিটির সদস্যরা ছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা ও অভিষেক অনুষ্ঠানের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিসেন্সা, ভেনিস ও মিলানের স্থানীয় শিল্পী ছাড়াও চ্যানেল আই’র সেরাকন্ঠ তারকা জেসা এবং জার্মান ব্যান্ড দলের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সদস্যরা হলেন সভাপতি হাবিবুর রহমান হেলাল (চ্যানেল আই, সিনিয়র করেসপন্ডেন্ট, জার্মানি), সিনিয়রসহ সভাপতি, এনায়েত হোসেন সোহেল (বিশেষ প্রতিনিধি আইঅনটিভি ইউকে, ফ্রান্স), শাহীন খলিল কাউছার (জিটিভি, ইতালি), সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন (যমুনা টেলিভিশন ও কালের কণ্ঠ, ইতালি), যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর এবং সম্পাদক ও প্রকাশক দ্য ইকোনমিস্ট ২৪ ডট কম, গ্রিস) প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইবিজেএর প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (অস্ট্রিয়া), উপদেষ্টা ড. সফিকুল ইসলাম (জার্মানি) ও সৈয়দ কামরুল সারোয়ার।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।