ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

ফুলপুর পৌরসভায় ৩ দিনের শোক ঘোষণা, অর্ধদিবস ছুটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, নভেম্বর ২৩, ২০২২
ফুলপুর পৌরসভায় ৩ দিনের শোক ঘোষণা, অর্ধদিবস ছুটি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাবেক মেয়র ও বর্ষীয়ান রাজনীতিবিদ মো. শাজাহানের মৃত্যুতে তিনদিনের শোক ঘোষণা করেছে পৌরসভা।

একই সঙ্গে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত পৌরসভার সব বিভাগ ও শাখায় অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৩টায় ফুলপুর পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি শশধর সেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২২ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে এ পৌরসভার সাবেক মেয়র মো. শাজাহান মৃত্যুবরণ করেছেন। তার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় এবং তার প্রতি সম্মান জানাতে পৌর এলাকায় তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

এছাড়া কালো ব্যাজ ধারণ এবং পৌরসভার সব বিভাগে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয় বলেও জানান মেয়র।

মো. শাজাহান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আঞ্জুমান হেমায়েতে ইসলামের নির্বাচিত সভাপতি ছিলেন।

এদিকে বুধবার দুপুর আড়াইটায় স্থানীয় কাজিয়াকান্দা কামিল মাদরাসা ও ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার এবং প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে আঞ্জুমান হেমায়েতে ইসলাম কবরস্থানে তাকে দাফন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ