ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

শিক্ষকরা চাইলে কর্মী-সমর্থকসহ কাল থেকে পাশে থাকব: শহীদ মিনারে নুর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, অক্টোবর ২০, ২০২৫
শিক্ষকরা চাইলে কর্মী-সমর্থকসহ কাল থেকে পাশে থাকব: শহীদ মিনারে নুর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শিক্ষকদের বাড়িভাড়াসহ তিন দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, শিক্ষকরা চাইলে নেতাকর্মীসহ কাল থেকে তাদের সঙ্গে মাঠে থাকব।

 

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর তারা শহীদ মিনারে আসেন। এরপর বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এ সময় আগামীকালের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারকে অনুরোধ জানান তিনি।  

নুরুল হক নুর বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। তারা সংঘাত-সহিংসতাকে পছন্দ করেন না। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। শিক্ষকদের বেতন দিনমজুর থেকেও কম। প্রবেশের সময় তাদের বেতন ন্যূনতম ২০ হাজার টাকা হওয়া উচিত।

তিনি বলেন, শিক্ষিকরা যে বেতন পান, তাতে অত্যন্ত অমানবিক জীবন যাপন করেন। তাদের চাকরিকে প্রথম শ্রেণিতে উন্নীত করা দরকার। তারা যদি টানাপোড়েনের জীবন যাপন করেন, তাহলে কীভাবে তারা পাঠদান করবেন।  

তিনি বলেন, আপনাদের ছাত্ররাই সচিব হয়। আমলা হয়। তারা গ্রেড ওয়ানে বেতন পায়। কিন্তু আন্তঃমন্ত্রণালয় সভা করে আপনাদের পক্ষে দাঁড়ানোর কথা তারা চিন্তা করে না।  

নুরুল হক নুর বলেন, দেশের প্রায় সব রাজনৈতিক দল শিক্ষকদের দাবির সঙ্গে একমত পোষণ করার পরও তারা টালবাহানা করছে। আমি জানি না, তারা শিক্ষকদের রাস্তায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে একটা অচলাবস্থা সৃষ্টি করতে চান কিনা। দেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চান কিনা।  

তিনি বলেন, আমরা এতদিন ওভাবে রাস্তায় এসে দাঁড়াইনি। তবে তারা যদি চায়, আগামীকাল থেকে কর্মী সমর্থকসহ শিক্ষকদের পাশে থাকব। ছাত্রদের উচিত শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে এসব দাবি পূরণে রাজপথে নেমে আসা। আগামীকালের মধ্যে আপনারা শিক্ষকদের দাবি মেনে নিয়ে ঘোষণা দেবেন বলে আশা করি।  

এফএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ