ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার সুচিকিৎসার দাবিতে ফেনীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, নভেম্বর ২২, ২০২১
খালেদার সুচিকিৎসার দাবিতে ফেনীতে বিক্ষোভ

ফেনী: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ফেনী শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) বিকেলে শহরের প্রেসক্লাব সংলগ্ন বড় বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফেনী সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বাবু তপন করের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম।

বিক্ষোভ সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।