ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

রাজনীতি

জুলাই অভ্যুত্থানে আহত ইমরানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জুলাই ৪, ২০২৫
জুলাই অভ্যুত্থানে আহত ইমরানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঢাকা: জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত নরসিংদীর বেলাবোর মো. ইমরান হোসেনের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টায় তারেক রহমানের নির্দেশে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ইমরানকে দেখতে যান।

 

‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) এ সময় উপস্থিত ছিলেন।  এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে ইমরানের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কৃষিবিদ নাহিয়ান হোসেন, কৃষিবিদ মহতির অন্তর, কৃষিবিদ মিসবাউল আলম, কৃষিবিদ শোয়াইব হোসেন, কৃষিবিদ মোরসালিন অনিক, কৃষিবিদ সালমান রকিব, কৃষিবিদ মারুফ আহমেদ, কৃষিবিদ আল মোন্তাকিম নোমান, কৃষিবিদ তাকরিম তাসওয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের ডা. ফিরোজ আহমেদ, ডা. নাফিস বিন শামিম, ডা. নাফিস মাহমুদ, ডা. আজহারুল ইসলামসহ অসংখ্য কৃষিবিদ ও ডাক্তার-ছাত্র-নেতারা।

ইএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।